বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন-রাশিয়াকে অগ্রাধিকার দেবেন কাজাখ প্রেসিডেন্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০৬ এএম

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমার্ত তোকায়েভ বলেছেন, নিকটতম দুই প্রতিবেশী চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে অগ্রাধিকার দেবে তার সরকার। শনিবার কাজাখস্তানের নতুন সরকারের কর্মকান্ড শুরুর প্রথম দিনে দেয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। কাজাখস্তানে স¤প্রতি যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে কাসিম জুমার্ত বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ভাষণে তিনি বলেন, কাজাখস্তান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করবে যার মূল লক্ষ্য হবে জাতীয় স্বার্থ রক্ষা করা। তিনি বলেন, “আমাদের অগ্রাধিকার বিবেচনা করে বেইজিং এবং মস্কোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলবো। এরপরেই গুরুত্ব পাবে মধ্য এশিয়ার দেশগুলো।” তোকায়েভ আরো বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুসরণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কাজাখস্তান। তবে অন্য দেশগুলোর সঙ্গেও বহুজাতিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বাতিল করবে না আস্তানা। তিনি জানান, তার দেশ আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আগ্রহী অন্য দেশগুলোর সঙ্গেও কাজ করবে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন