শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমরা ঐক্যবদ্ধ হয়েই সমিতিকে এগিয়ে নিতে চাই-ডিপজল

শিল্পী সমিতির দ্বন্দ্বের অবসান হচ্ছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০৬ এএম

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যে আইনী লড়াই অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ আদালতের অভিমত অনুসারে, সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন। ইতোমধ্যে নিপুণ পুরোদমে তার দায়িত্ব পালন শুরু করেছেন। গতকাল সমিতির কার্যকরী কমিটির মিটিং হয়। এ মিটিংয়ে মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেয়া হয়। এতে অনেকে সাড়া দিয়েছেন। মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ও সমিতির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। মিটিংয়ে যোগ দেয়ার আগে তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কখনোই সমিতির মধ্যে বিভাজন ও দ্বন্দ্ব চাইনি, পছন্দও করিনি। বরাবরই বলে এসেছি, চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে আমাদের একসাথে মিলেমিশে থাকতে হবে। নীতিগতভাবে আমাদের প্যানেলের সাধারণ সম্পাদক জায়েদ খানকে আমরা সমর্থন দিয়ে আসছি। যেহেতু বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই আমরা আদালতের রায়ের অপেক্ষা করেছি। আর শুরু থেকেই বলেছি, আদালত যে রায় দেবে তা সবার মেনে নিতে হবে। এখন যেহেতু আদালতের তরফ থেকে জানা গেছে, নিপুণের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, তাই সিদ্ধান্ত নিয়েছি, মিটিংয়ে অংশ নিয়ে সমিতির কার্যক্রম গতিশীল করা আমার দায়িত্ব। সদস্যরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি যদি সেই দায়িত্ব পালন না করি, তাহলে তাদের কাছে কি জবাব দেব? ডিপজল বলেন, আমার সমিতি করার প্রয়োজন নেই। আমি নিজেই একটি সমিতি। সমিতিতে থাকলেও আমি ডিপজল, না থাকলেও ডিপজল। এর কোনো হেরফের হবে না। তারপরও সবাইকে নিয়ে একসাথে সমিতি করছি চলচ্চিত্রের স্বার্থে এবং সমিতির সদস্যদের কল্যাণের জন্য। ডিপজল বলেন, এমনিতেই দুই বছর মেয়াদের কমিটির একবছর চলে গেছে। সমিতি তো আর অচল থাকতে পারে না। সবার উচিৎ ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে বাকি একবছর সমিতির কার্যক্রম চালিয়ে নেয়া। দ্বন্দ্ব-বিভাজন থাকা ঠিক নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েই সমিতিকে এগিয়ে নিতে চাই। ডিপজলের এ কথায় এটাই প্রতীয়মান হচ্ছে, শিল্পী সমিতির মধ্যে যে বিভাজন রয়েছে, তা ঘুচে যাচ্ছে। শিল্পী সমিতি ঐক্যবদ্ধ হয়ে যাত্রা শুরু করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Jasim Hawladar Singapore ২৮ নভেম্বর, ২০২২, ৬:৩৮ এএম says : 0
good..
Total Reply(0)
নয়ন নাথ ২৮ নভেম্বর, ২০২২, ৬:৩৮ এএম says : 0
এই নির্বাচনী কাহিনি অবলম্বনে জাহেদ খানকে প্রধান চরিত্র দিয়ে একটি পূর্ণদৈর্ঘ ছায়াছবি চাই
Total Reply(0)
Yusuf Ali ২৮ নভেম্বর, ২০২২, ৬:৩৯ এএম says : 0
জায়দ বাদ যাওয়াতে খুব খুশি হয়েছি
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন