বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আছে

সালমান এফ রহমান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে বাংলাদেশকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কিন্তু একই সঙ্গে আরও অনেক সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল রোববার বাংলাদেশের লজিস্টিক খাতে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত একটি শ্বেতপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নরডিক চেম্বার বাংলাদেশ অনুষ্ঠানটির আয়োজন করে।

সালমান এফ রহমান বলেন,স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হবে বাংলাদেশ। এর একটি হচ্ছে লজিস্টিক। তিনি বলেন, আমরা অবকাঠামোর উন্নয়নের সঙ্গে সঙ্গে নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি চাইছি। সরকার এ বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে তিনি জানান।

শ্বেতপত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্টের জন্য বিভিন্ন ধরনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে-লজিস্টিককে গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্বীকৃতি, লাইসেন্স নবায়ন সহজীকরণ ও ডিজিটাইজেশনসহ অন্যান্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন