বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আওয়ামী লীগ-বিএনপি উভয়েই জাতীয় পার্টিকে থামিয়ে দেয়ার চেষ্টা করছে

সাতক্ষীরায় মুজিবুল হক চুন্নু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি যখনই নিজস্ব শক্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তখনই বিএনপি ও আওয়ামী লীগ জাতীয় পার্টিকে থামিয়ে দেয়ার চেষ্টা করেছে। বর্তমানে জাতীয় পার্টি সরকারের সাথে নেই। জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় পার্টি এককভাবে এগিয়ে যাচ্ছে। গতকাল সোমবার সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, জিএম কাদের ও রওশন এরশাদের সাথে দ্বন্দ্ব ব্যক্তিগত। এটা তারা নিজেরা বসেই পারিবারিকভাবে মিটিয়ে নিতে পারেন।
এজন্য রওশন এরশাদের সাথে পার্টিগতভাবে বসার সুযোগ নেই। দলের প্রেসিডিয়াম সদস্য, ৭৭টি জেলা কমিটি ও নির্বাহী কমিটি জিএম কাদেরের পক্ষে রয়েছে। পরে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে যোগদেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন