শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাতারের আমিরের সঙ্গে আলোচনা ইরানের প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:১৯ পিএম

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার ফোনে কথা হয় দুই নেতার। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার খবরে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার পরিসর বাড়ানোসহ নানা বিষয়ে কথা হয় দুই নেতার।
গত ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। ইরানের জাতীয় ফুটবল টিম এই টুর্নামেন্টের গ্রুপ-বি'তে রয়েছে। এই গ্রুপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ওয়েলসও রয়েছে।
ফোনালাপে ইব্রাহিম রাইসি বলেন, বিশ্বকাপ ফুটবলের আসরের আয়োজন করে কাতার মুসলিম দেশগুলোর সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপের গ্রুপ বি-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হেরে যায় ইরান। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জেতে দেশটি। কাতারের আহমেদ বেন আলী স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। সূত্র: পার্স টুডে, ইরনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন