বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ডোনেৎস্কে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ইউক্রেনীয় সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:৫৬ পিএম

ইউক্রেনের সশস্ত্র বাহিনী উগলেদারের দিকে পাল্টা আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ডোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন এ তথ্য জানিয়েছেন।

‘উগলেদার এলাকার জন্য, ইউক্রেনের সেনাবাহিনী পাভলোভকা এবং শেভচেঙ্কোর দিকে পাল্টা আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ইউনিট এবং মেরিনরা এই প্রচেষ্টাগুলিকে নস্যাৎ করে দিয়েছে। তারা শত্রুদের ব্যাপক ক্ষতি সাধন করেছে,’ পুশিলিন রসিয়া-২৪ রাউন্ড-দ্য-ক্লক টেলিভিশন নিউজ চ্যানেলে বলেছেন।

পুশিলিন আভদেয়েভকার কাছে সাফল্যের কথা উল্লেখ করেছেন। ‘ওপিটনয়ে মুক্তির পর, আমাদের ইউনিটগুলি অবদেয়েভকার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। কিছু সাফল্য রয়েছে,’ তিনি বলেন, ‘সবমিলিয়ে ফলাফল খারাপ না।’ সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন