বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সমাজে কিশোর অপরাধ ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিরোধ বাড়ছে : কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ৭:৩৯ পিএম

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমানে সমাজে কিশোর অপরাধ, প্রযুক্তি সংশ্লিষ্ট বিরোধ-অপরাধ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যা আদালতে বিদ্যমান মামলার সংখ্যার সাথে প্রতিনিয়ত সংযুক্ত হচ্ছে। বিকল্প-বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তির মাধ্যমে সমাজের বিদ্যমান বিরোধ সহজে নিষ্পত্তির সাথে সাথে আদালতে চলমান মামলা, মোকদ্দমার চাপ অনেকাংশে কমানো সম্ভব।

মঙ্গলবার (২৯ নভেম্বর) কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির ৯০তম মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি লিগ্যাল এইডের বিগত দিনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-সাফী, জেলা পাবলিক প্রসিকিউটর মোঃ জহিরুল ইসলাম সেলিমসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনাসহ সার্বিক দায়িত্বে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার এফ.এম শেফায়েত ছালাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন