বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আনা ডি আরমাসের ‘জন উইক’ স্পিনঅফে অ্যাঞ্জেলিকা হিউস্টন

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

আগেই ঘোষিত হয়েছে ‘জন উইক’ স্পিনঅফ ফিল্ম ‘ব্যালেরিনা’তে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন আনা ডি আরমাস (ছবিতে বামে)। এবার ‘ব্যালেরিনা’র কাস্টে যোগ হয়েছে অ্যাঞ্জেলিকা হিউস্টনের (৭১) নাম। স্মর্তব্য, মূল সিরিজের শেষ ফিল্ম ‘জন উইক : চ্যাপ্টার থ্রি- প্যারাবেলাম’-এ ব্যালে ইন্সটিটিউটের পরিচালকের (‘দ্য ডিরেক্টর’) ভূমিকায় অভিনয় করেছিলেন, বস্তুত সেখান থেকেই ‘ব্যালেরিনা’র ধারণাটি এসেছে। ‘ব্যালেরিনা’তে ডি আরমাস এক তরুণী অ্যাসাসিনের ভূমিকায় অভিনয় করেছেন যে তার পরিবারের হত্যাকারীদের ওপর প্রতিশোধের মিশনে বের হয়। ফিল্মটির নির্মাণ এরই মধ্যে শুরু হয়েছে। শে হ্যাটেনের কাহিনীতে পরিচালনা করছেন লেন ওয়াইজম্যান। মূল সিরিজের উইনস্টন আয়ান ম্যাকশেন এই ফিল্মেও আছেন। কিয়ানু রিভসেরও অভিনয় করার কথা আছে। ফিল্মটি নির্মিত হচ্ছে লায়ন্সগেটের ব্যানারে। এটি মুক্তি পাবার আগেই ২০২৩-এর ২৪ মার্চ ‘জন উইক: চ্যাপ্টার ফোর’ মুক্তি পাবে। ‘জন উইক’ সিরিজের প্রথম তিনটি ফিল্ম বিশ্বব্যাপী ৫৮৭ মিলিয়ন ডলার আয় করেছে। অ্যাঞ্জেলিকা হিউস্টন ‘প্রিৎসি’জ অনার’এর (১৯৮৫) জন্য অস্কার জয় আর ‘দ্য গ্রিফ্টার্স’ (১৯৯০) এবং ‘এনিমিজ, এ লাভ স্টোরি’র (১৯৮৯) জন্য অস্কার মনোনয়ন লাভ করেছিলেন। তিনি হলিউডের তার পরিবারে তৃতীয় প্রজন্মের অস্কারজয়ী। তার বাবা জন হিউস্টন হলিউডের প্রথম দিকের শীর্ষ নির্মাতা; ‘প্রিৎসি’জ অনার’ তারই পরিচালনায় নির্মিত। অ্যাঞ্জেলিকার দাদা অভিনেতা ‘দ্য ট্রেজার অফ দ্য সিয়েরা মাদ্রে’এর জন্য অস্কার লাভ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন