শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টিএন্ডটি ওয়ার্কচার্জড কর্মচারীদের পেনশনের দাবিতে লাগাতার আন্দোলন

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির আহ্বানে পূর্ব নির্ধারিত ‘লাগাতার আন্দোলন’ টেলিযোগাযোগ ভবনে গতকাল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল কুদ্দুস তপন। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ তোফাজ্জল হোসেন খন্দকার, সহ-সভাপতি সাইফুল ইসলাম নয়ন, নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব শাহান-শাহ শাহীন, মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, মোর্শেদ আলম মুন্সীসহ বিভাগ, অঞ্চল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। লাগাতার আন্দোলনে উপস্থিত হয়ে ন্যায়-সঙ্গত দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সিবিএ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এস এম এ মুকিত হিরুসহ সিবিএ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ন্যায়-সঙ্গত প্রাণের দাবি চাকরি স্থায়ী পেনশনভূক্ত করণ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের মাধ্যমে দাবি বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন