শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

পানির অপচয় রোধ করুন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১২:০৬ এএম

পানির অপর নাম জীবন। দৈনন্দিন জীবনে পানির গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি। পানি ছাড়া আমরা একটি দিনও কল্পনা করতে পারি না। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে চরম পানি সংকট। বিভিন্ন হলসহ কোয়ার্টারেও পানির পর্যাপ্ত সরবরাহ নেই। পাম্প নষ্ট হয়ে যাওয়া এবং পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে এমনটা হয়েছে বলে ভাবা হচ্ছে। ফলে স্টুডেন্টসহ সংশ্লিষ্ট সকলকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা ছাড়া উপায় নেই। তাছাড়া অনেক সময়ই দেখা যায়, আমরা অযথা পানি অপচয় করছি। প্রয়োজন না থাকলেও ট্যাপ ছেড়ে রাখা, ট্যাংকি ভরে যাওয়ার পরও পাম্প বন্ধ না করাসহ নানা কারণে প্রতিদিন হাজার হাজার লিটার পানি অপচয় হচ্ছে। কিন্তু পানি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারি যখন পানি থাকে না। তাই প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা এবং পানি ব্যবহারে যত্নশীল হওয়া একান্ত জরুরি।

মনিকান্ত বিশ্বাস
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন