রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এনডিটিভির রাশ আদানিদের হাতেই

প্রণয়-রাধিকার পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ভারতের জনপ্রিয় সংবাদ সংস্থা এনডিটিভি’র রাশ নিজেদের হাতে নেয়ার দিকে আরও এক ধাপ এগোল আদানি গোষ্ঠী। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বোর্ড থেকে পদত্যাগ করলেন প্রণয় রায় এবং রাধিকা রায়। এনডিটিভি-র পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়ে মঙ্গলবার এ কথা জানিয়ে দেয়া হয়েছে।

প্রণয় এবং রাধিকা রায়ের ইস্তফার ফলে আদানি গোষ্ঠীর পক্ষে এনডিটিভি-র পরিচালনা ভার হাতে নেয়ার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল। মঙ্গলবারই এনডিটিভি-র পরিচালনা পর্ষদে নতুন করে জায়গা পেয়েছেন সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগলিয়া এবং সন্থিল সমিয়া চঙ্গলবার্যান। এনডিটিভি’র প্রমোটার সংস্থা আরআরপিআর হোল্ডিং-এর পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শেয়ার হস্তান্তরের ফলে এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ শেয়ার আদানি গোষ্ঠীর হাতে যাবে। এর পাশাপাশি আরও ২৬ শতাংশ শেয়ার হাতে নেয়ার জন্য আগামী পাঁচ ডিসেম্বর প্রস্তাব রাখবে আদানি গোষ্ঠী। যার অর্থ, এনডিটিভি-র সিংহভাগ মালিকানা আদানি গোষ্ঠীর হাতে যাওয়া এখন সময়ের অপেক্ষা।

গত আগস্ট মাসেই ঘুরপথে এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ শেয়ার কিনে নেয়ার তোড়জোড় শুরু করেছিল আদানি গোষ্ঠী। সেই প্রস্তাবে এ মাসের শুরুতে অনুমোদন দেয় স্টক এক্সচেঞ্জ। আদানি গোষ্ঠী আগ্রহ দেখানোর পর থেকেই এনডিটিভি-র শেয়ার দরও ছিল ঊর্ধ্বমুখী। এ বছর সংস্থার শেয়ার দরে প্রায় আড়াইশো শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ইতিমধ্যেই আদানি গ্রুপ এনডিটিভি-র প্রমোটার সংস্থা আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডে ৯৯.৫ অংশিদারিত্ব নিয়ে নিয়েছে। ২০০৯ এবং ২০১০ সালে আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেড-কে ৪০৩.৮৫ কোটি টাকা ঋণ দিয়েছিল আদানি গোষ্ঠী। এর বিনিময়ে যে কোনও মুহূর্তে এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ অংশিদারিত্ব হাতে নেয়ার শর্ত রাখা হয়েছিল।

প্রসঙ্গত, এনডিটিভি ভারতের হিন্দু জাতীয়তাবাদী মোদি সরকারের কড়া সমালোচনা করে আসছিল। এখন মোদি ঘনিষ্ঠ ধনকুবের আদানি এটি কুক্ষিগত করে নেয়ায় মোদি সরকারের সমালোচনা করার মতো আর তেমন কোন সর্বভারতীয় সংবাদমাধ্যম থাকবে না। মোদি সরকারের বিরুদ্ধেও আদানিদের নিয়ম ভেঙে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেয়ার অভিযোগ রয়েছে। সূত্র: বিজনেস টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন