শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম

ট্রেনের বগির জয়েন্টে বিপজ্জনক ভ্রমণ

ট্রেন জার্নি সবচেয়ে স্বস্তিদায়ক এবং আনন্দময়। এ জন্য যাত্রীদের একটি বৃহৎ অংশের পছন্দ ট্রেন। লোকাল ট্রেনগুলোতে যাত্রী ওঠানামা যেন রীতিমতো যুদ্ধের মতো ভয়ংকর। যাত্রীর চাপে ট্রেনের ভেতরে দম বন্ধ হওয়ার মতো অবস্থারও সৃষ্টি হয়। ট্রেনের ছাদেও যাত্রীদের দেখা মিলে। তবে সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, ট্রেনের দুই বগির জয়েন্টে যে ফাঁকা জায়গাটুকু থাকে, সেখানেও যাত্রীদের মারাত্মক উপস্থিতির দেখা মিলে। যা অত্যন্ত বিপদজনক এবং ঝুঁকিপূর্ণ। ট্রেন চলাচলের সময় মাঝে মাঝে লাইনচ্যুত হয়, আবার অনেক সময় বগির জয়েন্ট ছিঁড়ে আলাদা হয়ে যায়। সর্বোচ্চ গতিতে চলন্ত অবস্থায় যখন এরকম দুর্ঘটনা ঘটে, তখন দুই বগির জয়েন্টকে বেছে নেয়া যাত্রীর কী অবস্থা হবে ভাবা যায়? যাত্রীরা ট্রেনে জায়গা না পেয়ে এমন কাজ করছে, বিষয়টি তা নয়; টিটির টিকেট চেক বা জরিমানার ভয়েও অনেক বৃদ্ধ বা মধ্যবয়সী গরিব মানুষ এমন কাজ করছে। কিন্তু টাকার চেয়ে জীবনের মূল্য কতটা বেশি, সে বিষয়ে হয়তো কারোরই ভ্রুক্ষেপ নেই। কিন্তু প্রতিটি রেল স্টেশনে পুলিশ, আনসার থাকেন। তাদের পক্ষে দুই বগির মাঝের ফাঁকা জায়গাগুলোতে অন্তত একবার চেক করা খুব জটিল বিষয় নয়। তাই রেল স্টেশনে দায়িত্বরত কর্তৃপক্ষের এ বিষয়ে কঠোর নজরদারি জরুরি। পাশাপাশি এ ব্যাপারে সাধারণ নাগরিকদের মধ্যেও সচেতনতা তৈরি করা উচিত।

আবু মো. ফজলে রোহান
নবগ্রাম, চৌদ্দগ্রাম, কুমিল্লা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন