শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সমকামী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ করলো রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে সমকামী প্রচারণা বন্ধে কঠিন আইন পাস করা হয়েছে। রাশিয়ার যে কোনো বয়সের নাগরিকদের জন্যই এই আইন প্রযোজ্য হবে। এটি এখন আইনে পরিণত করতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের স্বাক্ষর দরকার পড়বে। এর আগে গত ২৪শে নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষেও বিলটি পাস হয়। এই আইন অনুযায়ী, রাশিয়ায় সমকামিতা সম্পর্কিত সব ধরণের প্রচারণা নিষিদ্ধ করা হচ্ছে। কোনো ভাবে সমকামিতাকে উৎসাহিত করা যাবে না এবং এর প্রশংসা করা যাবে না। কোনো বার্তায় যদি সমকামিতাকে ‘স্বাভাবিক’ বলে বর্ণনা করা হয়, সেটিও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শিশুকামের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার কথা বলা হয়েছে এই আইনে। শিশুকামের বিস্তার হতে পারে এবং প্রোপ্যাগান্ডা নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ায় আগে থেকেই এমন আইন ছিল। তবে তা দিয়ে সমকামী প্রচারণা বন্ধ করা যাচ্ছিল না। ২০১৩ সালে পাস হওয়া আইন অনুযায়ী, ১৮ বছরের কম বয়স্কদের মধ্যে সামাজিক স্বীকৃত যৌনাচারের বাইরে কোনো যৌনতা অনুমোদিত হবে না। তবে এটি এখন সকল বয়সের রুশদের জন্যই প্রযোজ্য হবে। আইনে বলা হয়েছে, যারা এলজিবিটি প্রোপ্যাগান্ডা ছড়াবে তাদেরকে চার লাখ রুবল জরিমানা দিতে হবে। বিদেশী কেউ যদি এই কাজ করে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে এবং ১৫ দিন পর্যন্ত আটকে রাখা যাবে। প্রয়োজনে তাকে রাশিয়া থেকে বের করে দেয়া হবে। যদিও রাশিয়ার এই আইন নিয়ে পশ্চিমা দেশগুলোতে নিন্দার ঝড় উঠেছে। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন