শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরকার যতই বাধা দিক কানায় কানায় ভরে যাবে রাজশাহী নগরী সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:১৪ এএম

যতই বাধা দিক সরকার । কোন বাধাই মানবেনা জনগণ। কানায় কানায় ভরে যাবে পুরো রাজশাহী শহর। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে রাজশাহী বিভাগীয় সমাবেশ মঞ্চ কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন। তিনি বলেন, ইতোমধ্যে মাদ্রাসা মাঠে এলাকায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণে ভরে গেছে। রাতের মধ্যেই মঞ্চ ও মাঠের ডেকোরেশন কাজ শেষ হবে। নেতাকর্মীরা ঠিক সময়ের মধ্যে মাদ্রাসা মাঠে প্রবেশ করবে। নেতৃবৃন্দরাও সময়ে মধ্যে রাজশাহী এসে পৌঁছাবেন। স্থানীয় প্রশাসন যতই ছন্দপতন ঘটানোর চেষ্টা করুক না কেন জনস্্েরাত কোনভাবেই ঠেকাতে পারবে না সেইসাথে মঞ্চ কমিটির উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নিবাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য আবু বকর সিদ্দিক ও জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি জাহান পান্না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন