বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এএফআই আজীবন অবদান সম্মাননা পাচ্ছেন নিকোল কিডম্যান

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম


অনেক সম্মাননার সঙ্গে হলিউড অভিনেত্রীর সাফল্যের তালিকায় যোগ হচ্ছে এএফআই আজীবন অবদান সম্মাননা। প্রতিবছর অ্যামেরিকান ফিল্ম ইনস্টিটিউট এই সম্মাননা দিয়ে থাকে। ভ্যারাইটি জানিয়েছে, হলিউডের ডলবি থিয়েটারে ‘ম্যুলান রুজ’ তারকাকে এই সম্মাননা প্রদান করা হবে। তিনি হবে এই সম্মাননা লাভে ৪৯তম তারকা এবং প্রথম অস্ট্রেলীয় বংশোদ্ভূত। কিডম্যান (৪৯) হলিউড চলচ্চিত্রে একজন শক্তিমান অভিনয়শিল্পী হিসেবে খ্যাত। ‘দ্য আওয়ার্স’ ফিল্মের জন্য তিনি অস্কার জয় করেন। এছাড়া তিনি টিভি ড্রামা ‘বিগ লিটল লাইজ’-এর জন্য এমি জয় করেন। তার সাফল্যের তালিকায় আছে একাধিক ফিল্ম। তিনি স্ট্যানলি কুবরিক, সোফিয়া কপোলা, সিডনি পোলাক এবং লার্স ভন ট্রিয়ারের ফিল্মে অভিনয় করেছেন। ‘ডেজ অফ থান্ডার’ এবং ‘অ্যাকুয়াম্যান’ ফিল্মের জন্য খ্যাত কিডম্যান ইয়েন গ্লেনের বিপরীতে ১৯৯৮ সালের মঞ্চ নাটক ‘দ্য ব্লু রুম’-এ অভিনয় করে লরেন্স অলিভিয়ের মনোনয়ন লাভ করেন। ঠিক কবে এই সম্মাননা দেয়া হবে জানা যায়নি। ১৯৭৩ সালে ‘স্টেজকোচ’ অভিনেতা জন ফোর্ডকে দিয়ে এই সম্মাননা দেয়া শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন