শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ধামরাইয়ে কোটি টাকার সম্পত্তি দখলের পাঁয়তারা

এলাকায় উত্তেজনা, আদালতে মামলা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম


ঢাকার ধামরাইয়ে কয়েকটি মসজিদের উন্নয়নের জন্য ভোগদখলকৃত প্রায় কোটি টাকার সম্পত্তি ভুয়া দলিলপত্র তৈরি করে জবরদখলের পায়তারা করছে এমন অভিযোগ পাওয়া গেছে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এনিয়ে এলাকা সাধারণ মানুষের মধ্যে বেশ উত্তেজন দেখা দিয়েছে।
বর্তমানে ওই সম্পত্তি রক্ষার জন্য এলাকার আশপাশের কয়েকটি মসজিদে ও ঈদগাঁ মাঠের সভাপতিরা আদালতে একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে জোয়ার আমতা ও কাঁচা রাজাপুর ঈদগাঁ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও জোয়ার আমতা গ্রামের রুস্তম আলী বলেন, উপজেলার জোয়ার আমতা গ্রামের পাশে আমতা মৌজায় ১৫৫ শতাংশ ডোবা জমি ১৯৬৬ সালে ওই এলাকার জনৈক শরতচন্দ্র গংরা উক্ত সম্পত্তি ফেলে রেখে এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। ওই সময় থেকেই এ সম্পত্তি কাচা রাজাপুর জামে মসজিদসহ কয়েকটি মসজিদের এবং আমতা ঈদগাঁ মাঠের উন্নয়ের জন্য মাছ চাষ করে ওই সম্পত্তি ব্যবহার করে আসছিল এলাকার মানুষ। এর মধ্যে হঠাৎ করে জোয়ার আমতা গ্রামের নুর নবীর চতুর ছেলে রফিকুল ইসলাম ওই সম্পত্তি আত্মসাতের জন্য তার বাবা নুর নবীর নামে একটি দলিল তৈরি করে। যার নং ১৮৭২, সাল ১৯৭৩। এরপর বাবাকে দিয়েই নিজের নামে হেবা ঘোষণা দলিল করে নেয়। ১৯৭৩ সালের ১৮৭২নং দলিলে দেখা যায় দাতা গ্রহীতা ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম ও ঠিকানা রয়েছে। রফিকুলের ওই দলিল বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করেছি। সেই সাথে তার নিজনামে নামখারিজ বাতিলের জন্য উপজেলা (ভূমি) অফিসে অভিযোগ দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন