বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ফেসবুকে দেয়া পোস্ট মুছে ফারিণের দুঃখ প্রকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৫:৪০ পিএম

যমুনা ফিউচার পার্কে চলন্ত সিড়িতে ‘দুর্ঘটনার’ বিবরণ দিয়ে ফেসবুকে দেওয়া পোস্ট মুছে ফেলেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেইসঙ্গে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, তার অভিযোগ যা ছিল, তার বেশিরভাগই ‘তৃতীয় পক্ষ দ্বারা সংঘটিত’। একজন কর্মকর্তার জন্য পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করা তার ‘ঠিক হয়নি’। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এমনটিই জানিয়েছেন তিনি।

ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে ফারিণ লেখেন, একটা ঘটনা ঘটলে সে ঘটনার পেছনেও অনেক ঘটনা ও কারণ থাকে। তাৎক্ষনিকভাবে হয়তো সবটা উপলব্ধি করা সম্ভব হয় না, তবে পরবর্তীতে অনেক কিছু খোলাসা হয়। আমার পূর্ববর্তী স্ট্যাটাস আমি ডিলিট করে দিয়েছি, কারণ সেটা শুধুমাত্র গতকাল (শনিবার) পর্যন্ত হয়ে যাওয়া ঘটনা নিয়ে আমার ভাষ্য ছিল এবং দূর্ঘটনা হওয়ার পরবর্তী ঘটনাগুলোর আরেকটা দিক আমার স্ট্যাটাসের পর সামনে এসেছে। ঘটনা পরবর্তী যেসব কার্যক্রম নিয়ে আমার অভিযোগ ছিল তার বেশিরভাগই তৃতীয় পক্ষ দ্বারা সংগটিত। মধ্যম ব্যক্তি আমাদেরকে এসে একটা কথা বলেছেন এবং ম্যানেজমেন্টকে আমাদের নামে বানিয়ে মিথ্যা কথা বলেছেন।

তিনি আরো লেখেন, শুক্রবার হওয়ার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সবাই ছুটিতে ছিলেন এবং সদ্য চলতি মাসে জয়েন করা সে কর্মচারীর কারণে এ বিস্তর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যা ঐ কর্মকর্তার পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজগুলো দেখে আরো পরিষ্কার বুঝতে পারি। গত রাতে প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সম্পৃক্তদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। একজন কর্মকর্তার জন্য পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করাটা ঠিক না এবং এ ব্যাপারে হয়তো আমার আরেকটু বোঝার প্রয়োজন ছিল। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ধন্যবাদ যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে বিষয়টি এত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। ধন্যবাদ আমার বাসায় এসে সে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য। আসলে আমার জন্য ব্যক্তিগত সম্মানের জায়গাটা অনেক বড়। সেটা নিশ্চিত করতে আপনারা যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। যমুনা ফিউচার পার্কে আমি সহ অনেকেই নিয়মিত শপিং করতে যাই। আশা রাখছি যেসব জায়গায় কমতি রয়েছে সেগুলোর সমাধান করে ক্রেতাদের একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কে গিয়ে আহত হন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দিকে সেই ঘটনার বিস্তর বর্ণনা দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানান, অল্পের জন্যে প্রাণে বেঁচেছেন। আর এটিকে কোনোভাবেই দুর্ঘটনা বলতে নারাজ এই অভিনেত্রী। তার মতে, সেটি যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের গাফিলতি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন