বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপের নিরাপত্তার জন্য অবশ্যই রাশিয়াকে অন্তর্ভুক্ত করতে হবে: ম্যাখোঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম

ভবিষ্যত ইউরোপীয় নিরাপত্তা স্থাপত্যে অবশ্যই রাশিয়ার গ্যারান্টি অন্তর্ভুক্ত করতে হবে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ শনিবার টিএফ১-এর জন্য দেয়া একটি সাক্ষাতকারে বলেছেন।

‘আমাদের অবশ্যই নিরাপত্তা স্থাপত্য সম্পর্কে ভাবতে হবে, যেখানে আমরা আগামীকাল বাস করব। আমি বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথার কথা বলছি যে ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে আসছে এবং এটিকে হুমকি দিতে পারে এমন অস্ত্র মোতায়েন করছে,’ তিনি বলেছিলেন।

ফরাসি নেতা বলেন, ‘এ ইস্যুটি শান্তি আলোচনার একটি অংশ হবে, এবং (ইউক্রেনীয় সংঘাতের) পরে যা হবে তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে এবং ভাবতে হবে কিভাবে আমরা আমাদের মিত্রদের রক্ষা করতে পারি এবং একই সাথে রাশিয়াকে তার নিজস্ব নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করতে পারি।’

‘একবার উভয় পক্ষ আলোচনার টেবিলে ফিরে গেলে এসব বিষয় মিমাংসা করতে হবে,’ ফরাসি নেতা উল্লেখ করেছেন। সূত্র: তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Khoken Shaheedul Imran ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৫৭ এএম says : 0
বিশ্ব শান্তির জন্য ফরাসী নেতার এই চিন্তা প্রণিধানযোগ্য এবং যথেষ্ট যৌক্তিক। রাশার মতো এতো শক্তিশালী দেশ ইউক্রেনের জন্য ন্যাটো তার (রাশিয়ার) ঘাড়ে শ্বাস ফেলবে আর আমেরিকা সারা পৃথিবীর জুস খাবে এটা হয়না। এটা পৃথিবীর ভারসাম্যের জন্য বিরাট হুমকি।
Total Reply(0)
Khoken Shaheedul Imran ৫ ডিসেম্বর, ২০২২, ৬:৫৭ এএম says : 0
বিশ্ব শান্তির জন্য ফরাসী নেতার এই চিন্তা প্রণিধানযোগ্য এবং যথেষ্ট যৌক্তিক। রাশার মতো এতো শক্তিশালী দেশ ইউক্রেনের জন্য ন্যাটো তার (রাশিয়ার) ঘাড়ে শ্বাস ফেলবে আর আমেরিকা সারা পৃথিবীর জুস খাবে এটা হয়না। এটা পৃথিবীর ভারসাম্যের জন্য বিরাট হুমকি।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন