সোমবার দিবাগত রাত আনুমানিক ২ ঘটিকায় মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাধীন নহাটা ইউনিয়নের কলাগাছি এলাকার জুয়ার আসর থেকে শাহাবুদ্দিন,জমির,ফুরাদ,ইব্রাহিম ও বাচ্চু নামের ৫ জুয়াড়িকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।এবিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন,তাদেরকে আটকের পরে প্রচলিত আইন অনুযায়ী প্রসিকিউশন(প্রসিকিউশন নং-১৫০,৬-১২-২২) দিয়ে মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তিদের মধ্যে বাচ্চু,শাহাবুদ্দিন ও ইব্রাহিম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কলাগাছি এলাকার বাসিন্দা এবং জমির এর বাড়ি চর-ঝামারঘোপ,ফুরাদের বাড়ি কালীনগর এলাকার বাসিন্দা।জমির ও ফুরাদ উভয়ের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নর অন্তর্গত উক্ত গ্রামে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন