নাঙ্গলকোটে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। গত সোমবার বিকালে নাঙ্গলকোট কলেজগেট সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নাজমুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, মো. শওকত ইসলাম, সমাজ সেবক সাখাওয়াত হোসেন শাহীন প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব হারুন অর রশিদ বাদশা, জহিরুল ইসলাম রিপন, ব্যবসায়ী নজরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, আবু ইউছুফ, মো. মোস্তাফা, আবদুস ছাত্তার প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভার হরিপুর গ্রামের মরহুম একেএম শাহজাহান মাস্টারের ছেলে একেএম আশরাফুল আলম উজ্জল কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে একই গ্রামের হরিপুর হেডমাস্টার বাড়ির মরহুম নজরুল ইসলামের ছেলে মো. নাজমুল ইসলাম ও মো. শওকত ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম মানিকের ছেলে শাহাদাত হোসেন শাজুসহ ৫ জনের বিরুদ্ধে ১২ অক্টোবর সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি, ডাকাতির অভিযোগ এনে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেন। প্রকৃতপক্ষে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হয়রানী করার লক্ষে এ মিথ্যা মামলা দায়ের করা হয়। তারা মামলাটি প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন