বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগের প্যাড ব্যবহার করে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়ানো হয়। গত দুইদিন যাবত সামাজিক এমন খবর ছড়ালে বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদ। ডায়েরিতে ৫ ডিসেম্বর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারী অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে ওই ডায়েরি করেন তিনি।
সাধারন সম্পাদক রানা আহমেদ জানান, গত ৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ কেন্দ্রিয় ছাত্রলীগের প্যাড ব্যবহার করে, কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের স্বাক্ষর জালিয়াতি করে ২৫-৩০টি ফেসবুক আইডি থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের অপপ্রচার ছড়ানো হয়। যা ময়মনসিংহ জেলা এবং কেন্দ্রিয় ছাত্রলীগের নেতৃবৃন্দ অবগত নন।
তিনি আরো জানান, যারা ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সুনাম নষ্টের উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা অপপ্রচার এবং প্রোপাগান্ডা ছড়িয়েছে ; তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন