শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চাই

১০ ডিসেম্বর উপলক্ষে ১৫ কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যৌথ বিবৃতি দিয়েছে ঢাকাস্থ ১৫টি কূটনৈতিক মিশন। এক বিবৃতিতে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বিবৃতিটি প্রকাশ করেছে। এতে বলা হয়, আমরা (১৫ দেশ) বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই।

গণমাধ্যমে বাংলায় ও ইংরেজিতে পাঠানো এই বিবৃতি দেন অস্ট্রেলিয়ান হাইকমিশন, বৃটিশ হাইকমিশন, কানাডিয়ান হাইকমিশন, ডেনমার্ক দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ফ্রান্স দূতাবাস, জার্মান দূতাবাস, ইটালির দূতাবাস, জাপান দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস, নরওয়ে দূতাবাস, স্পেন দূতাবাস, সুইডিশ দূতাবাস, সুইজারল্যান্ড দূতাবাস ও যুক্তরাষ্ট্র দূতাবাস।

১৫ দেশের মিশন থেকে দেয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদযাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি।

অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করি। এতে আরো বলা হয়, আমরা বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে এদেশের সাফল্যকে আরো উৎসাহিত করতে আগ্রহী এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (9)
Jobayer ৭ ডিসেম্বর, ২০২২, ৮:০০ এএম says : 0
আশা করি, এবার দিনের ভোট দিনেই হবে এবং লুটের দল পরাজিত হবে
Total Reply(0)
Jobayer ৭ ডিসেম্বর, ২০২২, ৮:০০ এএম says : 0
নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না!
Total Reply(0)
মর্মভেদী ৭ ডিসেম্বর, ২০২২, ৭:৫৯ এএম says : 0
বাংলাদেশের জনগণের একই কথা,
Total Reply(0)
Mamun ৭ ডিসেম্বর, ২০২২, ৮:০১ এএম says : 0
তা হলে বাংলাদেশ মানুষ এবার ভোট অধিকার পিরে পাবার আশা করতে পারবে ইনশাআল্লা
Total Reply(0)
Asadul Ali ৭ ডিসেম্বর, ২০২২, ৮:০২ এএম says : 0
সহমত
Total Reply(0)
Khan ৭ ডিসেম্বর, ২০২২, ৮:০২ এএম says : 0
বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও যে সব দেশ বিবৃতি দিয়েছে তারা আমাদের বন্ধুপ্রতিম ও উন্নয়ন সহযোগী অংশীদার, তাদের দাবী অবশ্যই রাষ্ট্র ও সরকার গুরুত্বসহকারে চিন্তা করা উচিত
Total Reply(0)
Khan ৭ ডিসেম্বর, ২০২২, ৮:০২ এএম says : 0
যারা ভোট চুরি করে, তাদের কে মানুষ বিশ্বাস করে না______প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Total Reply(0)
Khan ৭ ডিসেম্বর, ২০২২, ৮:০৩ এএম says : 0
১৮ বছরের নাগরিকদের বয়স এখন ৩৩ বছর, বাচ্চার বাবা, মা, অনেক মেয়েরা এখন দাদী নানী, কত বছর হলে এরা ভোটার হবে? নিজেদের পছন্দমতো ভোট দিতে পারবে?
Total Reply(0)
Khan ৭ ডিসেম্বর, ২০২২, ৮:০৩ এএম says : 0
১৮ বছরের নাগরিকদের বয়স এখন ৩৩ বছর, বাচ্চার বাবা, মা, অনেক মেয়েরা এখন দাদী নানী, কত বছর হলে এরা ভোটার হবে? নিজেদের পছন্দমতো ভোট দিতে পারবে?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন