শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতারের নিন্দা রাবির শিক্ষক ফোরামের

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২২, ৯:৩৬ পিএম

নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর ন্যাক্কারজনক হামলায় একজনের মৃত্যু ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বুধবার (০১ ডিসেম্বর) রাতে ফোরামের সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সরকার পরিকল্পিতভাবে বিএনপির আগামী ১০ তারিখের সমাবেশকে পন্ড করার জন্যই নিরিহ কর্মীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে মানুষ হত্যা করেছে। সরকার এসব করে তার অবৈধ ক্ষমতা কোনভাবেই দীর্ঘায়িত করতে পারবে না।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মনে করে সরকার তার ফ্যাসিবাদী আচরণ পরিহার করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবে। অন্যথায় গণআন্দোলনে সরকারের সকল অন্যায় ও অবিচারের জবাব দেওয়া হবে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিয়ে ১০ তারিখের সমাবেশ করার অনুমতি দাবি করেন তারা।

প্রতিবাদ বিজ্ঞাপ্তিতে রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রায় ৪২ জন শিক্ষক স্বাক্ষর করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন