শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়াকে রুখতে আধুনিক সমরাস্ত্র মজুদ যুক্তরাষ্ট্রের

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেদারল্যান্ডে ট্যাংক এবং সামরিক যানের বহর পাঠানো শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডের আইগেলশোভেন গ্রামের একটি অস্ত্রগুদামে এই সমস্ত অত্যাধুনিক ট্যাংক রাখা হবে। রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে স্নায়ুযুদ্ধের পর ইউরোপে ন্যাটো যে অস্ত্র মজুদ গড়ে তুলছে তার অংশ হিসেবে এই সমস্ত ট্যাংক সেখানে পাঠানো হচ্ছে। এর মাধ্যমে রাশিয়াকে কঠোর বার্তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমে জানা যায়, নেদারল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রাম আইগেলশোভেনের ছয়টি ঘাঁটিতে অত্যাধুনিক ট্যাংক, সাঁজোয়া যান এবং কামানসহ এক হাজার ৬০০ সামরিক যানের মজুদ গড়ে তুলছে ন্যাটো। স্থানটি বেলজিয়াম এবং জার্মান সীমান্তের কাছে অবস্থিত। ১৯৮৫ সালে কোল্ড ওয়্যারের সময় এই গোপন ঘাঁটিগুলোকে চালু করা হয়েছিল। সম্ভাব্য সোভিয়েত হামলার বিরুদ্ধে মহড়ার কাজে এই ঘাঁটিগুলো সেই সময়ে ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। এদিকে, নেদারল্যান্ড ছাড়াও পোল্যান্ড, বেলজিয়াম এবং জার্মানির অস্ত্র মজুদাগারগুলোও পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে ন্যাটো। রাশিয়ার যে কোনো ধরনের পদক্ষেপ রুখে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। কলকাতা টুয়েন্টিফোর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন