শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুরে মা ছেলে খুন, ঘাতক স্বামীসহ আটক-৩

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৪:৫২ পিএম

শেরপুর শহরেই শিংপাড়া মহল্লায় নিখোঁজের ৪দিনপর মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী মাসেকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
জানাযায়, শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকার মাসেক মিয়া তার স্ত্রী, মা ও দুই সন্তানসহ জেলা শহরের সিংপাড়া মহল্লার বাসেদ মিয়ার বাসায় ভাড়া থাকতো। গত চারদিন আগে ৪ ডিসেম্বর বিকেল থেকে নিখোঁজ ছিলো মাসেকের স্ত্রী রোকসানা ও বড় ছেলে রাফিত। এ ঘটনায় শেরপুর সদর থানায় গতকাল একটি জিডি করা হলে আজ ৮ ডিসেম্বর দুপুরে পুলিশ ওই বাসার ল্যাট্রিন থেকে মা ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, রোকসানা একজন নার্স। সে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতো। স্বামী মাসেক মদের টাকার জন্য প্রায়ই রোকসানাকে মারপিট করতো।
পরে অভিযান চালিয়ে ঘাতক স্বামী মাসক, শাশুড়ী ও অপর একজনসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ মাদকের নেশার টাকা নিয়ে ঝগড়ার ফলেই এ হত্যাকান্ড হয়েছে।
এঘটনায় দায়ীদের বিচার দাবি স্থানীয়দের।
পুলিশ বিষয়টি গুরুত্বসহ দেখবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হান্নান মিয়া। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন