বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ার বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৬:৪০ পিএম

গতকাল (বুধবার) ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন যে, এদিন রাশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদের ওপর নবম দফা নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে কমিশন।

প্রস্তাবে রাশিয়ার ২০০ ব্যক্তি ও শিল্পপ্রতষ্ঠানকে নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছে ইইউ কমিশন। তাদের মধ্যে রয়েছেন রুশ সামরিক নেতা ও রাজনীতিবিদগণ।

তা ছাড়া, তিনটি রুশ ব্যাংক, রাসায়নিক পণ্যদ্রব্য ও নার্ভ এজেন্টসহ কিছু সামরিক এবং বেসামরিক দ্রব্যের রপ্তানিতেও নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী, ২৭টি সদস্য দেশের অনুমোদন নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। সূত্র: রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন