শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিশিষ্ট পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১২:২৭ পিএম

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০২২ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী।

পদক পাওয়া নারীরা হলেন- রহিমা খাতুন, অধ্যাপক কামরুন নাহার বেগম, ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা পারভীন ও নাসিমা বেগম।
তাদের প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, চার লাখ টাকার চেক ও সনদপত্র দেয়া হয়।

নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য ফরিদপুর জেলার রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার প্রফেসর কামরুন নাহার বেগম এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন পদক পেয়েছেন।
এছাড়া সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারীদের সচেতন করতে নড়াইল জেলার ডা. আফরোজা পারভীন এবং গ্রামীণ উন্নয়নে বিশেষ অবদানের জন্য ঝিনাইদহ জেলার নাসিমা বেগমকে এই পদক প্রদান করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।
পদক পাওয়া নারীদের মধ্যে বক্তব্য রাখেন ডা. আফরোজা পারভীন।
অনুষ্ঠানে বেগম রোকেয়ার জীবন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকা-ের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন