শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

যুদ্ধংদেহী আচরণ সরকারের পতনকে ত্বরান্বিত করবে

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৫:১২ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অসংখ্য বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আজ শুক্রবার এক যুক্ত বিবৃতিতে পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, হামলা মামলা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দিয়ে সরকার দেশে বিশৃঙ্খলা উস্কে দিচ্ছে।
রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দকে এভাবে গ্রেফতার করে সরকার গণমানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে এটা মেনে যায় না। বিএন পির এবং সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার পূণ অধিকার দিতে হবে। নইলে দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বিঘিœত হবে। এটা কোন সচেতন মানুষ মেনে নিতে পারে না। অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কারাবন্দি আলেম উলামাগণকে মুক্তি দিয়ে সহনশীলতা প্রদর্শনের জন্য সরকারকে আহবান জানান। নইলে যে কোন অরাজক পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলেও নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন। নেতৃদ্বয় বলেন, বিরোধী মত দমনে সরকারের যুদ্ধংদেহী আচরণ তাদেরই পতনকে তরান্বিত করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন