বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুইজারল্যান্ডে মসজিদে বন্দুকধারীদের হামলা তিনজন আহত

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুইজারল্যান্ডের জুরিখে মসজিদে নামাজরত মুসুল্লিদের ওপর এক বন্দুকধারীর গুলিবর্ষণে তিনজন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় ওই বন্দুকধারী মসজিদটিতে হামলা চালায় বলে জানিয়েছে সুইস পুলিশ। পুলিশ বলেছে, মসজিদটির ভিতরে থেকে হামলার নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হতে পারে। হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজী হননি তারা। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার একটু পরে জুরিখের প্রধান রেল স্টেশনের পাশের মসজিদে হামলাটি হয়। গুলিতে ৩০, ৩৫ ও ৫৬ বছর বয়সী তিন ব্যক্তি আহত হয়েছেন, এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে জুরিখ পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালো পোশাক ও কালো উলের ক্যাপ পরা প্রায় ৩০ বছর বয়সী এক ব্যক্তি হামলাটি চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হামলার পর সে পালিয়ে যায়। সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। তারা কাছাকাছি এলাকা থেকে এক বালককে পেয়েছে। এই বালকের সঙ্গে হামলার কোনো যোগসূত্র আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে, তদন্তনাধীন থাকায় এ বিষয়েও কোনো মন্তব্য করেনি তারা। জুরিখের ইসগাসি এলাকার ইসলামি সেন্টারটিকেই মসজিদ হিসেবে ব্যবহার করা হয় বলে ঘটনাস্থলে উপস্থিত জনতা জানিয়েছে। এখানে আগত মুসুল্লিদের অধিকাংশই সোমালি বলে জানান তারা। মসজিদটিতে নিয়মিত নামাজ পড়তে আসা সোমালি আবুকর আবশিরো বলেন, ‘আমরা এর আগে কখনো কোনো সমস্যার মুখোমুখি হইনি। এপি, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন