শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ড্রোন ফেরত দিয়েছে চীন

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত সপ্তাহে জব্দ করা মার্কিন আন্ডারওয়াটার ড্রোনটি অবশেষে যুক্তরাষ্ট্রকে ফেরত দিয়েছে চীন। যেখান থেকে ড্রোনটি জব্দ করা হয়েছিল সেখানেই তা হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। গত বৃহস্পতিবার দক্ষিণ চীনসাগর থেকে মার্কিন আন্ডারওয়াটার ড্রোনটি জব্দ করে চীন। চীনা নৌবাহিনী ফিলিপাইনের সুবিক উপকূল থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ড্রোনটি জব্দ করে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আইনসম্মতভাবে দক্ষিণ চীনসাগরের পানিতে সমীক্ষা চালাচ্ছিল ওই মার্কিন আন্ডারওয়াটার ড্রোন। শনিবার এক টুইট বার্তায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ড্রোন ইস্যুতে চীনকে চোর আখ্যা দেন। তিনি বলেন, চীন আন্তর্জাতিক জলসীমা থেকে মার্কিন নৌবাহিনীর গবেষণা কাজে চালিত ড্রোন চুরি করেছে। নজিরবিহীনভাবে আইনের তোয়াক্কা না করে তারা ড্রোনটি চীনে নিয়ে গেছে। গত শুক্রবার মার্কিন কর্মকর্তারা ড্রোনটি ফেরত দেয়ার জন্য চীনের কাছে আনুষ্ঠানিক আবেদন করেন। মার্কিন কর্মকর্তাদের দাবি, ড্রোনটি এক ধরনের ন্যাভাল গ্লাইডার যা পানির তাপমাত্রা ও লবণাক্ততা পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছিল। গত শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্ডারওয়াটার ড্রোন ফেরত দেয়ার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং তারা তা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়াবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, চীন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে মার্কিন কর্তৃপক্ষকে আন্ডারওয়াটার ড্রোন ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে। অবশ্য, মার্কিন ড্রোন ফিরিয়ে দিতে সম্মত হলেও দক্ষিণ চীনসাগরের ওই অংশকে আন্তর্জাতিক জলসীমার অংশ বলে মানতে নারাজ চীন। ওই এলাকাকে নিজেদের জলসীমা বলে দাবি করে চীন। এর আগে ওই এলাকায় মার্কিন জাহাজ ও বিমান চলাচলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে দেশটি। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন