শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোর চৌগাছা সীমান্ত থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৭:৪১ পিএম

যশোরের চৌগাছা সীমান্ত থেকে দুই কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ নাজমুল হোসেন (২২) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার তিলকপুর সীমান্ত দিয়ে ভারতে পাড় হওয়ার সময় স্বর্ণসহ আটক করা হয়। আটক নাজমুল হোসেন চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবুর ছেলে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বিজিবির একটি টহল দল তিলকপুর সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তিলকপুর গ্রামের পাকা রাস্তার ওপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহী চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন। টহল দল থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।

তিনি আরো জানান, পরবর্তীতে আটক ব্যক্তিকে তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্য থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন দুই কেজি। বর্তমান মূল্য দুই কোটি টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন