শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কারাকুল : কাশ্মীরি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১০:১২ এএম

কাশ্মীরের লোকেরা যে ঐতিহ্যবাহী টুপি ব্যবহার করে তা স্থানীয় ভাষায় কারাকাল নামে পরিচিত। এটি কাশ্মীরের মানুষের কাছে রাজকীয় টুপি হিসাবে বিবেচিত, কাশ্মীরিদের জন্য সম্মান এবং মর্যাদার প্রতীক হিসেবে স্বীকৃত। -লাইফস্টাইল নিউজ, এএনআই

কাশ্মীরের জনগণের ব্যবহৃত ঐতিহ্যবাহী টুপিটি স্থানীয় ভাষায় কারাকাল নামে পরিচিত। কারাকুল শব্দটি এসেছে ভেড়ার 'কারাকুল' জাত থেকে। যার আদি উৎপত্তি মধ্য বা পশ্চিম এশিয়ায়। নাম থেকেই বোঝা যায়, এই ক্যাপটি ভেড়ার উল থেকে তৈরি করা হয়েছে। কারাকুল ভেড়ার চামড়া দিয়ে তৈরি এই টুপিটি কাশ্মীরে খুবই জনপ্রিয়। এই পশম খুব নরম, কোঁকড়া টেক্সচার, একটি মখমল অনুভূতি এবং চকচকে চকচকে মনে হয়।
জানা গেছে, চামড়ার মানের উপর নির্ভর করে ক্যাপের দাম। ৬ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে একটি টুপির দাম। এটা লক্ষ্য করা গেছে যে, বেশিরভাগ মূলধারার রাজনীতিবিদরা এই টুপি বেছে নেন। একজন কাশ্মীরি বর তার শ্বশুর বাড়িতে পৌঁছানোর জন্য এবং তার পাত্রীর জন্য অপেক্ষা করার সময় দস্তার খুলে একটি কারাকুল ক্যাপ পরাও তার জন্য সাধারণ ব্যাপার।

শ্রীনগরের নতুন বাজার এলাকায় বিখ্যাত দোকান 'জন কেপ হাউস' যা ১২৫ বছর ধরে চলছে। মুজাফফর জন এখন এই ক্যাপগুলির চতুর্থ প্রজন্মের নির্মাতা। তিনি ব্যাখ্যা করেন যে, এই বিশেষ টুপিটির তিনটি মৌলিক শৈলী রয়েছে। প্রথমটি জিন্নাহ স্টাইল, দ্বিতীয়টি আফগান কারাকুল এবং তৃতীয়টি রাশিয়ান কারাকুল স্টাইল। মোজাফফর বলেন যে, তার দোকানে তৈরি টুপি মুহাম্মদ আলী জিন্নাহ ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বেশ কয়েকজন নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব পরেছেন।

মুজাফ্ফর আরও বলেন, আমার দাদা ১৯৪৪ সালে মুহাম্মদ আলী জিন্নাহর জন্য এই টুপি তৈরি করেন। ১৯৮৪ সালে রাজীব গান্ধীর জন্য আমার বাবা এই টুপি তৈরি করেন। ২০১৪ সালের মধ্যে আমি ড. ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, মিরওয়াজ ও গোলাম নবী আজাদসহ নেতৃবৃন্দের জন্য এই টুপি তৈরি করেছি। তিনি বলেন, আমি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই টুপি তৈরি করে দিয়েছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন