শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

সোনালী ব্যাংকে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ৫:১০ পিএম

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড।

শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ব্যাংক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। এরপর ব্যাংক ভবনের নিচে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দিবসটি উদযাপনে কেক কাটা হয় এবং শাপলা চত্বরে বেলুন উড়ানো হয়।

 

এছাড়াও সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ হতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসব কর্মসূচিতে ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেকক্টরগণ, নির্বাহীগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন