বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার আঁচ লাগতে শুরু করেছে মার্কিন মধ্যবিত্তের ঘরে। অর্ধেকের বেশি মধ্যম আয়ের মার্কিন নাগরিক উপার্জনের সাথে খরচের ভারসাম্য বজায় রাখতে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়িয়েছে। আর্থিক পরিষেবা কোম্পানি প্রাইমেরিকার জরিপ অনুসারে, মধ্যম আয়ের মার্কিনদের অর্ধেকেরও বেশি (৭৫ শতাংশ) বলছে, আয় অনুযায়ী জীবনযাত্রার খরচ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে তারা। উপায় হিসেবে ব্যবহার বাড়িয়েছেন ক্রেডিট কার্ডের। ৩৭ শতাংশের বেশি মধ্যবিত্ত মার্কিন ক্রেডিট কার্ড ব্যবহারের কথা জানিয়েছে। খবর ফক্স বিজনেস। সা¤প্রতিক সমীক্ষায় বলা হয়েছে, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার উচ্চ ব্যয় মধ্যবিত্ত পরিবারের আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলছে। অনেক লোক আয়ের ঘাটতি পূরণের জন্য ক্রেডিট কার্ডের দিকে ঝুঁকছে। প্রাইমেরিকার ত্রৈমাসিক জরিপ অনুসারে, মধ্যম আয়ের মার্কিন নাগরিকদের অর্ধেকেরও বেশি বলেছে যে তাদের আয় জীবনযাত্রার ব্যয়ের তুলনায় কম। তাদের মধ্যে ৩৭ শতাংশের বেশি পরিবার ক্রেডিট কার্ডের ঋণ নেয়ার তথ্য দিয়েছে। এদিকে আয়ের ঘাটতি মেটানোর জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করলেও পরবর্তী সময়ে তা পরিশোধে হিমশিম খেতে হচ্ছে অনেককে। ২১ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, তারা প্রতি মাসে তাদের ব্যালান্সের ন্য‚নতম অর্থ প্রদান করে, যা সমীক্ষার ইতিহাসে আরেকটি রেকর্ড। প্রাইমেরিকার প্রধান নির্বাহী গেøন জে উইলিয়ামস এক বিবৃতিতে বলেন, আমরা মধ্যম আয়ের পরিবারগুলোর ঋণের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা দেখতে পাচ্ছি। স¤প্রতি মধ্যবিত্ত পরিবারগুলোর ক্রেডিট কার্ডের ঋণ গ্রহণের প্রবণতা আগের তুলনায় বাড়িয়েছে। এদিকে চলতি বছর মূল্যস্ফীতি পরিস্থিতিকে সামলাতে ফেডারেল রিজার্ভ বেশ কয়েক দফায় সুদের হার বাড়িয়েছে। অর্থাৎ ঋণ নেয়া আরো ব্যয়বহুল হয়ে উঠেছে। কৌশলগত পরামর্শ প্রদানকারী ফার্ম ক্যাপ্টজুরের সিইও বব বিলব্রুক বলেন, ভোক্তাদের ক্রেডিট কার্ডের ঋণ বেড়ে যাওয়ার লক্ষণটি দেখে আগে থেকেই উপলব্ধি করা য--ায় যে আমাদের অর্থনীতি ভালো অবস্থানে নেই। ২০০৮ সালের মন্দার ঠিক আগের মতো পরিস্থিতি আবার দেখছি আমরা। ফক্স নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন