শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেসিদের আনন্দে সামিল মাশরাফি-সাকিবরাও

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর আর্জেন্টিনা ও লিওনেল মেসির হাতে উঠল ফুটবল বিশ্বকাপের ট্রফি। রোমাঞ্চকর ফাইনালের রাতে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা পেয়েছে পরম আরাধ্যের শিরোপা। আর তাতে উদ্বেলিত ও উচ্ছ্বসিত আর্জেন্টিনা ও মেসির সমর্থকেরা। উল্লাসের সে ঢেউ এসে স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেটকেও।
বাংলাদেশ ক্রিকেটের বড় একটি অংশ আর্জেন্টিনার সমর্থক। সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নাম এ ক্ষেত্রে সবার আগে আসবে। এদিন দুজনই আর্জেন্টিনার শিরোপা জয়ের উল্লাসে যোগ দিতে রাস্তায় নেমেছেন।
গতপরশু রাতে সাকিব গায়ে মেসির জার্সি জড়িয়ে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। রাস্তায় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে জয় উদযাপন করতে দেখা যায় সাকিবকে। গাড়ির স্টিয়ারিংয়ে বসেই মেসির জার্সি ঝাঁকিয়ে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের শিরোপা জয়ের উল্লাস প্রকাশ করেন।
মাশরাফিও প্রিয় দলের শিরোপা জয়ে বুনো উল্লাস করেছেন। অনেক মানুষের ভীড়ে দাঁড়িয়ে ঢোল বাজিয়ে প্রিয় দলের সাফল্য উদযাপন করেন তিনি। সঙ্গে মাশরাফির ছেলেমেয়েও ছিল। সেই ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে মাশরাফি ক্যাপশনে লিখেছেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সঙ্গেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ কোনো একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই।’
মেসিদের ট্রফি জয়ের রাতে ম্যারাডোনাকেও স্মরণ করেছেন মাশরাফি। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমিও আজ আবেগাক্রান্ত, আর্জেন্টিনার জয় দেখেছি অনেক, কিন্তু বিশ্বকাপ জয় প্রথম। লিও তোমার প্রতি অফুরান ভালোবাসা। কিন্তু আমার গুরু তো স্রেফ একজন, যে আজ এই পৃথিবীতে নেই। সে থাকলে আজ কী করত কে জানে! তার মতো আবেগ দিয়ে কেউ ফুটবল খেলেছে কি না সন্দেহ। গুরু তোমায় আজ অনেক মিস করছি। ওপারে ভালো থেকো, দ্য গ্রেটেস্ট ম্যারাডোনা।’
আর্জেন্টিনার কোচিং স্টাফের প্রশংসা করে মাশরাফি আরও লেখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসিবাহিনীকে। স্পেশালি কোচ স্কালোনিসহ পুরো কোচিং স্টাফকে। সেই সাথে অভিনন্দন বাংলাদেশসহ পৃথিবীর লক্ষ লক্ষ আর্জেন্টিনা–সমর্থকদের, যারা হাজারো কটুক্তি আর কথা হজম করে, শুধু এই দিনটার অপেক্ষায় ছিল। আজ তোমাদের আনন্দ করার দিন, আর অন্যদের দেখার।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Chandan Amin ২০ ডিসেম্বর, ২০২২, ৮:১০ এএম says : 0
মেসির সাথে খুশি ছিল বাংলাদেশের লাখো আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় সারা বাংলায় যেই উচ্ছাস আর আনন্দ হয়েছে দেখে মনে হয়েছে বাংলাদেশ বুঝি বিশ্বকাপ জিতেছে। আমরা খুশি মেসির হাতে কাপ উঠাতে। সেই সাথে বাংলাদেশের মানুষও খুশি
Total Reply(0)
Muhammad Mofazzal Hossain ২০ ডিসেম্বর, ২০২২, ৮:১১ এএম says : 0
মেসি ভাগ্যবান, ফুটবলের অতীত কোন কিংবদন্তি এতো মানুষের হৃদয় জয় করতে পারেনি , ভক্তের সংখ্যা বিচারে মেসিই এ পর্যন্ত সর্বকালের সেরা ফুটবলার
Total Reply(0)
Ifran UR Rahaman ২০ ডিসেম্বর, ২০২২, ৮:১৮ এএম says : 0
অভিনন্দন মেসি...
Total Reply(0)
Nibaran Chandra Das ২০ ডিসেম্বর, ২০২২, ৮:১৮ এএম says : 0
অভিনন্দন মেসি অভিনন্দন আর্জেন্টিনা
Total Reply(0)
Prollad Dhrubo ২০ ডিসেম্বর, ২০২২, ৮:১৯ এএম says : 0
Congratulations Leo Messi keep up the amazing
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন