শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ার মামলা আল আমীন গ্রেফতার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ৩:৩৯ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছেঁড়ার ঘটনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের মামলায় আল আমীন (১৯) নামে একজনকে আটক করেছে পুলিশ। সে শিলেরভাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী আরজু মিয়ার ছেলে। এবার সে এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী এবং ইসলামপুর পশ্চিম ইউ.পি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন জানান, বুধবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে আল আমীন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার নবনির্মিত সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের উদ্বোধন উপলক্ষে মহাসড়কের বিভিন্নস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগায় সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তর। কিন্তু উদ্বোধনের আগেই রাতের আঁধারে মহাসড়কের লাছুখাল নামক এলাকার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন