আনন্দ, আড্ডা, আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দলে দলে প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমিয়েছেন আড্ডা, সেখানে করছেন স্মৃতিচারণ, সাথে রয়েছে স্ত্রী-সন্তানরাও। শুধু দেশের বিভিন্ন স্থান থেকেই নয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকেও এই পুনর্মিলনীতে প্রাণের টানে যোগ দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা।
পুনর্মিলনীর মূল কর্মসূচি শুরু হয় আজ ২৩ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন কর্তৃক বেলুুন ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে। পরে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপ-উপাচার্য, ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, অ্যালামনাই সদস্যবৃন্দ অংশ নেন।
পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা আলোকিত হয়ে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত লব্ধজ্ঞান দ্বারা দেশ, জাতি ও সমাজকে আলোকিত করা। অন্যকে আলোকিত করার মাধ্যমেই তাদের শিক্ষার সত্যিকার প্রতিফলন ঘটে। গ্রাজুয়েটরা হচ্ছে দেশ ও জাতির সম্পদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি প্রফেসর ড. গোলাম রহমান। তিনি বলেন, যে অভীষ্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের সূচনা করেছিলাম আজ তিন যুগ পর মনে হয়েছে সেই স্বপ্নের পথে এ বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সুনাম ও সমৃদ্ধি আমাকে আনন্দ দেয়। আমি বারবার প্রাণের টানে ফিরে আসি স্নেহের গ্রাজুয়েটদের মাঝে। খুলনা বিশ্ববিদ্যালয় আমার জীবনের সবচেয়ে বড় আবেগের জায়গা। তিনি আরও বলেন, গ্রাজুয়েটদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের খোঁজ-খবর নেওয়া ও কল্যাণে কাজ করা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) বড় দায়িত্ব। কুআ সে কাজটা যথাযথভাবে করে যাচ্ছে। তিনি বলেন, মানুষ তার অন্তর দিয়ে কোনো কাজ করলে, কোনো কিছুকে ভালোবাসলে অনেক অবদান রাখতে পারে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক সময়ের নানা স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বিশ্ববিদ্যালয়ের এই ঈর্ষণীয় অগ্রযাত্রার জন্য বর্তমান উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল হাসান তুহিন। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ এর শুভেচ্ছা বাণী পড়ে শোনান।
এবারের পুনর্মিলনীতে সপরিবারে তিন সহস্রাধিক অ্যালামনাই যোগ দিয়েছেন। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে স্মৃতিচারণ অনুষ্ঠান, পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, সন্ধ্যা থেকে বিভিন্ন ব্যান্ডের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০০৯ সালে গঠিত খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি। পরবর্তীতে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। যার ধারাবাহিকতায় এবার তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন