মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্যামেরনের প্রস্তাব পাস হলে পরাজয় হবে উভয় পক্ষের

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সংস্কার এবং অভিবাসী সংকটসহ বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা করতে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে দুই দিনের এ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সংস্কার প্রস্তাবই বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবটি পাস হলে এই জোট থেকে খুব শিগগির ব্রিটেনকে বিচ্ছিন্ন হয়ে যেতে দেখা যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, বহুদিন ধরেই ব্রিটিশ কর্মকর্তারা ইইউভুক্ত অন্যান্য দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আসছেন। এ বিষয়ে ডেভিড ক্যামেরন নিজে ২০টি দেশে সফর করেছেন।
এদিকে, ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, দুই দিনের এ সম্মেলনে নেতাদের সামনে এ ব্যাপারে খোলামেলা আলোচনা করা ছাড়া কোনো উপায় ছিল না। প্রথমদিকে সংস্কার প্রস্তাবটি নগণ্য মন্তব্য করে বাতিল করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবটি পাস হবে কিনা তার এখনো কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুই রয়েছে আলোচনার এজেন্ডায়। তবে প্রস্তাবটি যদি পাস হয়েই যায় তাহলে ইইউ ও যুক্তরাজ্য উভয়ই পরাজিত হবে। আর বিভক্তি সৃষ্টি করতে চাইছে যারা তারা জয়ী হবেন। তবে এবারের সম্মেলনে ডেভিড ক্যামেরনের প্রস্তাবটি পাস না হলেও খুব একটা কিছু যায় আসবে না বলে মন্তব্য ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর। কারণ এরপরও তিনি এ ব্যাপারে ইইউ সম্মেলনে আলোচনার সুযোগ পাবেন। এই সম্মেলন ব্যর্থ হলে আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য অপর সম্মেলনে তিনি প্রস্তাবটি তুলতে পারবেন। সেসময় ব্যর্থ হলে ২৩ জুনের সম্মেলনেও এ নিয়ে আলোচনা করতে পারবেন। মোট কথা, ২০১৭ সাল জুড়েই তার সামনে প্রস্তাবটি পাস করিয়ে নেওয়ার সুযোগ থাকছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন