বড়দিন এবং ইংরেজী নতুন বছরকে সামনে রেখে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়েছে। সিটির এস্টোরিয়া ৩৬ এভিনিউতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় দেড় শতাধিক শিশু-কিশোরদের মাঝে এই খেলনা সামগ্রী বিতরণ করা হয়। এই সময় কাউন্সিল ওমেন জুলি ওন, কাউন্সিল ওম্যান টিফিনি কোভান ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নিকোল প্যানেট্টিয়েরি, ওয়েল ফেয়ার সোসাইটির উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, সভাপতি সোহেল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, সোসাল ওয়ার্কার সেক্রেটারী সাব্বির আহমেদ, সদস্য আবু সোলাইমান, আনোয়ার হোসেন, আব্দুল খালেক, ফারাহ সালাম, ব্লু-শিল্ড ব্লু ক্রসের মার্কেটিং ডিরেক্টর ইয়াসমিন শান্তিয়াগো, কাজী মরিয়ম, ডরি মোহাম্মদসহ অন্যরা। উল্লেখ্য, নিউইয়রকের এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছ। সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, সামাজিক ও মানবিক এই কর্মকান্ড ভবিষ্যতেও অব্যহত থাকবে। দ্যা টিনি ওউল, সিএইচপিই, এমপায়ার ব্লু ক্রস, ট্যাপ ট্যাপ সেন্ড এই আয়োজনের পার্শ্বে থাকায় সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন