শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইভিএম ত্রুটির কারণে বিড়ম্বনায় ভোটারগন

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ২:১৫ পিএম | আপডেট : ৫:৩০ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২২

রংপুর থেকে স্টাফ রিপোর্টারঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়ছেন অনেক ভোটার। দীর্ঘ অপেক্ষার পর বুথে প্রবেশ করেও ইভিএম মেশিনের সমস্যার কারনে ভোট না দিতে পেরে অনেকেই ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন। একাধিক ভোট কেন্দ্র থেকে এ বিষয়ে অভিযোগ করেছেন প্রার্থী ও ভোটাররা। জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাও ভোট দিতে গিয়ে ইভিএম ত্রুটির কারণে প্রথমে ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমি আগেই বলেছি, ইভিএমে ত্রুটি আছে। সুষ্ঠুভাবে ভোট দিতে বিড়ম্বনায় পড়বে ভোটারা। এখন বাস্তবেই তাই হচ্ছে।
নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সিটি কলেজ কেন্দ্রে থেকে অভিযোগ করেন কাউন্সিলর প্রার্থী শাহাদৎ হোসেন।
তিনি বলেন, সকাল থেকে ইভিএমে সমস্যার কারণে অনেকে ভোটার ভোট দিতে পারছেন না। দীর্ঘ অপেক্ষার পর অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন। এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এছাড়াও প্রায় ১০/১২টি কেন্দ্র থেকে একই অভিযোগ পাওয়া গেছে। ## হালিম আনছারী, রংপুর।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন