বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত-১০

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৫:০২ পিএম | আপডেট : ৫:৫৪ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২২

আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া আকন বাড়ীর সামনে

মোল্লা পরিবহন ও একটি ভাঙ্গারী মালামাল বোঝাই পিকআপ গাড়ীর
মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের আমতলী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে।
জানাগেছে, কুয়াকাটাগামী মোল্লা পরিবহন (ঢাকা মোট্রো-ব-১৩-
১৫১২) আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া আকনবাড়ীর
সামনে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি মাহেন্দ্র গাড়ীর
মুখোমুখি হয়। ওই মাহেন্দ্র গাড়ীটিকে রক্ষা করতে গিয়ে ভাঙ্গারী বোঝাই
একটি পিকআপের সাথে পরিবহন বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
বাস ও পিকআপ দুমড়ে মুড়ছে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর
লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। মাহেন্দ্র ও বাসে থাকা যাত্রীদের
মধ্যে ১০ জন গুরুতর আহত হয়। আহত নয়ন (৩৫), মিলন (৩৩), নাদিয়া (১৮), আল আমিন (২৫) ও নাবিলাকে (১৮) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতদের বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আহত নাদিয়া বলেন, ঘন কুয়াশার মধ্যে মোল্লা পরিবহন
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্র গাড়ীকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র গাড়ীর
বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। পরে বাসটি একটি পিকআপের সাথে
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ ভেঙ্গে দুমড়ে মুড়চে
গিয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ
সুমন খন্দকার বলেন, আহত ৫ জনকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা
হয়েছে। এর মধ্যে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল
শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজিৎ কুমার সরকার বলেন, পরিবহন বাসটি
পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন