বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ছে বৃক্ষ আতঙ্ক

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ছে গাছ আতঙ্ক। অস্ট্রেলিয়ার একটি শহরে দ্রুত বর্ধনশীল এক ধরনের গাছের আধিক্য দেখা দিছেয়ে। টাম্বলওয়েড নামের এ গাছটি খুব দ্রুতই বাড়ে। তাই ঘরবাড়িতেও ঢুকে পড়েছে গাছটি। বসতবাড়ির আনাচে কানাচে ঢুকে ঘরে ঢোকার পথ সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে সেই গাছ। ভিক্টোরিয়া নর্থওয়েস্ট শহরের ওয়াংগাটা অঞ্চলের ঘরগুলোতে শুষ্ক মৌসুম থাকার কারণে দ্রুতই জমে যাচ্ছে গাছগুলো এবং ঢুকে পড়ছে ঘরে। ঘরগুলোর বাসিন্দারা দিনে কয়েক ঘণ্টা পরিশ্রম করে গাছগুলো সরিয়ে দিলেও তা আবার বেড়ে উঠছে। স্থানীয় এক কৃষককে এ ঘটনার জন্য দায়ী করছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা পাম টুইচিট প্রাইম সেভেন নিউজকে বলেন, এটা শারীরিকভাবে ভীতিকর এবং মানসিকভাবে আরও বেশি ভীতিকর। গাছটি এক ধরনের ঘাস যা অস্ট্রেলিয়ার প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গবাদি পশু অতিরিক্ত পরিমাণে এটি খেলে ইয়োলো বিগ হ্যাড নামক রোগে আক্রান্ত হতে পারে। ওয়াংগাটার পশুচিকিৎসক রিচার্ড ইভান বলেন, একবার শুকিয়ে গেলে গাছটির বিষক্রিয়া কমে যায়। কর্তৃপক্ষ গাছগুলোকে সরিয়ে ফেলতে সম্পূর্ণ সক্ষম হয়নি, কারণ আগুন দিলেও তাতে আগুন লাগে না। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নাহিদা সুলতানা ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১:১৪ পিএম says : 0
আজব গাছ। এরকম গাছের কথা এই প্রথম শুনলাম......
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন