শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কিউবা সফরে যাবেন ওবামা

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবা সফরে যাবেন। আগামী সপ্তাহে লাতিন আমেরিকা সফরের অংশ হিসেবে এককালের শত্রু ভাবাপন্ন সমাজতান্ত্রিক দেশটিও সফর করবেন তিনি। গত বুধবার সিনিয়র এক প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য জানান। বৃহস্পতিবার ওবামার এই সফরের বিষয়ে হোয়াইট হাউজ থেকে ঘোষণা করার কথা ছিল। ২০১৪ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো দুই দেশের মধ্যকার দীর্ঘ দিনের বৈরী সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেন। এরপরই দৃশ্যপট পাল্টে যায় দ্রুত। ২০১৫ সালের এপ্রিলে পানামায় দুই দেশের নেতা প্রথমবারের মতো করমর্দন করেন। সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বৈঠকও করেন ওবামা ও রাউল।
২০১৫ সালে কিউবা ওয়াশিংটনে পুনরায় দূতাবাস চালু করে। এর একমাস পর যুক্তরাষ্ট্রও হাভানায় পুনরায় দূতাবাস খোলে। ১৯৬০ সালে  সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবার উপর বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিলো যুক্তরাষ্ট্র। সম্প্রতি ৫০ বছরেরও বেশি সময় পর বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু করার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও কিউবার পরিবহনমন্ত্রী পর্যায়ে চুক্তি সই হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু হওয়ার পর এটিই বন্ধুত্বের সাম্প্রতিকতম নিদর্শন।  রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন