শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কমলনগরে কসাইয়ের গোয়াল থেকে তিনটি চোরাই গরু উদ্ধার, আটক কসাই

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:১৪ পিএম

কমলনগরে তিনটি চোরাই গরুসহ এক গরু চোরকে আটক করেছে পুলিশ।
উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের কিল্লার রাস্তার মাথা এলাকার আবদুল মালেক কসাইয়ের বাড়ির একটি বদ্ধ ঘর থেকে তিনটি গরু উদ্ধারসহ জবাই করা একটি গরুর আলামত ও জব্দ করা হয়। গরু চোর আবদুল মালেক কসাইকেও আটক করা হয়েছে।
জানা গেছে, বুধবার গভীর রাতে হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকার ২ নং ওয়ার্ডের দক্ষিণ লস্কর বাড়ির মোঃ বাবলুর ২টি ও চরজাঙ্গালিয়া ১ নং ওয়ার্ডের কালি আলাগো বাড়ির আবদুল হাসিমের ২টি গরুসহ ৪টি গরু চুরি হয়। গরুর মালিক বাবলু জানায়, রাতেই টর্চ লাইটের সহায়তায় গরুর পায়ের চাপ ফলো করে পার্শ্ববর্তী গ্রামের কসাই মালেকের বাড়ির একটি বদ্ধ ঘরে গিয়ে তার গরুগুলো দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ৩টি গরু ও জবাই করা একটি গরুর আলামত এবং গরুচোর কসাই মালেককে আটক করে থানায় নিয়ে যায়।
কমলনগর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলাইমান জানান, চোরসহ তিনটি গরু উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন