শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

না.গঞ্জে ডিবির উপর হামলা করে আসামী ছিনতাই

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৪:৩০ পিএম

নারায়ণগঞ্জের বন্দর ইস্পাহানি ঘাট এলাকায় ডিবি পুলিশের উপর হামলা করে মাইনুদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসময় ডিবির ছয় জন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টায়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম।
তিনি বলেন, গতকাল ইস্পাহানি ঘাট এলাকা থেকে এক আসামীকে ছিনতাই এর ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তদের কিল-ঘুষিতে আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। আমরা এ বিষয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছি। এঘটনায় ইতিমধ্যে ৬ জনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আহত ডিবির সদস্যরা হলেন- ডিবি পুলিশের উপ পরিদর্শক সৈয়দ রুহুল আমিন (৩৫), উপ সহকারী পরিদর্শক রবিউল আউয়াল (৩৬), কন্সস্টেবল শাহজাহান (৬০), কন্সস্টেবল রাশেদুল (৩৮), রিপন শিকদার (৩০) এবং উজ্জ্বল চৌধুরী (৩৬)।
আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ও বন্দর থানা পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন