শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইসলামী অনুশাসনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা হবে : এলজিআরডি মন্ত্রী

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১০:১৪ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরড) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সমাজ পরিবর্তনে ইমামরা অনুকরণীয়। মানুষের ভালোর জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। ইসলাম সকল ধর্মের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বলেছে। ইসলামী অনুশাসনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা হবে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় করনীয় শীর্ষক ইমাম সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিবেকবান, সুস্থ কোনো মানুষ জঙ্গিবাদের পক্ষে থাকতে পারে না। যারা ইসলামকে ভালোবাসে তারা কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না।
তিনি আরও বলেন, ইসলামের নামে যেন কেউ হটকারি কিছু করতে না পারে সে জন্য ইমামদের সবসময় সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক তারেক ও ইমাম প্রতিনিধি মাওলানা মোতাহার হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন