বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জামায়াতের নেতাকর্মীদের বিন্দুমাত্র ছাড় নয়: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১:৫৮ পিএম

রাজধানীতে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘জামায়াতে ইসলামী পুলিশের কাছ থেকে গণমিছিল করার অনুমতি নেয়নি। আমরা বিষয়টি খুব গুরুত্বসহকারে নিয়েছি। তারা বিনা অনুমতিতে মিছিল বের করে পুলিশের ওপর হামলা করেছে। তাদের হামলায় সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ আরও পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা কঠোর অবস্থানে আছি। এভাবে বেআইনি কাজ করা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়ে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না।’

পুলিশের ওপর হামলার ঘটনার পেছনে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা নজরদারি ছিল না বিষয়টি এরকম নয়। আমারা কিছু তথ্য পেয়েছিলাম। তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল করবে। সেখানে আমাদের ডেপ্লয়মেন্ট ছিলো। কিন্তু তারা

গতকাল শুক্রবার রামপুরা আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিলটি মৌচাক-মালীবাগে আসলে পুলিশ বাধা দেয়। তখন মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
MD Akkas ৩১ ডিসেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম says : 0
জামাতকে ছাড় নয় কেন? জামায়াত এ দেশের নাগরিক নয়? একটা নিরপেক্ষ নির্বাচন দিতে বলেন না দেখেন জামাতের ভোট কত জামাতের ভোট কত আওয়ামী লীগের ভোট কত
Total Reply(0)
MD Akkas ৩১ ডিসেম্বর, ২০২২, ৪:৪৪ পিএম says : 0
জামাতকে ছাড় নয় কেন? জামায়াত এ দেশের নাগরিক নয়? একটা নিরপেক্ষ নির্বাচন দিতে বলেন না দেখেন জামাতের ভোট কত জামাতের ভোট কত আওয়ামী লীগের ভোট কত
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন