শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কলম্বিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত ৫ ক্রু নিহত

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কলম্বিয়ার পূর্বাঞ্চলে গত মঙ্গলবার সন্ধ্যায় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু সদস্য নিহত ও অপর একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র তিন মিনিট পর এটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা একথা জানান। কলম্বিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়। পরে তাকে আরো উন্নত চিকিৎসার রাজধানীতে নেয়া হবে। তিনি একজন ফ্লাইট টেকনিশিয়ান। তারা জানায়, নিহতদের মধ্যে পাইলট, কো-পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও ডেসপাচার রয়েছেন। বিমানটি ভেনিজুয়েলা সীমান্তবর্তী পুয়েত্রো কারিনো থেকে বোগোটায় আসছিল। কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, জার্মান ওলানো বিমানবন্দর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে স্থানীয় সময় বিকেল ৫টা ২৩ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বেসামরিক বিমান পরিবহনের মুখপাত্র এএফপিকে বলেন, এ বিমান দুর্ঘটনার কারণ জানা যায়নি। তিনি আরো জানান, এ ঘটনায় একটি তদন্ত দল ঘটনাস্থলে যাচ্ছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন