বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়ায় পাঁচ টন প্লাস্টিকের চাল জব্দ

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ায় প্লাস্টিকের চাল জব্দ করা হয়েছে। দেশটির কাস্টমস কর্মকর্তারা বলেছেন, কমপক্ষে ৫ টন প্লাস্টিকের চাল জব্দ করেছেন। খবরে বলা হয়েছে, অসাধু ব্যবসায়ীরা এই চাল আমদানি করেছিলেন বলে জানিয়েছেন তারা। লাগোসের কাস্টমস প্রধান হারুনা মামুদু বলেন, উৎসবের ঋতুকে সামনে রেখে এই চালগুলো বাজারে বিক্রির পাঁয়তারা হচ্ছিল। তিনি আরো বলেন, সিদ্ধ করার পর এই চাল খুবই আঠালো হয়ে যায়। শুধু সৃষ্টিকর্তা জানেন, যদি মানুষ এটি খায় তবে কী ঘটবে। এই চাল কোথা থেকে এসেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গেল বছর চীনে চাল তৈরির প্লাস্টিকের টুকরার খোঁজ পাওয়া গিয়েছিল। চাল সিদ্ধ কওে তৈরি ভাত নাইজেরিয়ার জনপ্রিয়তম প্রধান খাদ্য। মোট ১০২ বস্তা চাল জব্দ করা হয়েছে। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে চাল রয়েছে। তদন্তকারীরা এখন খোঁজ নিয়ে দেখছেন, ইতিমধ্যে কী পরিমাণ নকল চাল বাজারে বিক্রি করা হয়েছে। নাইজেরিয়ার বাণিজ্যিক ও শিল্পনগরী হিসেবে পরিচিত লাগোসে নিয়োজিত বিবিসির প্রতিনিধি মার্টিন পেইসেন্স বলেন, এই চাল কীভাবে তৈরি করা হয়েছে তা বোঝার জন্য কর্তৃপক্ষ জব্দ করা চালের নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়েছে। কর্তৃপক্ষ ইতিমধ্যে জনসাধারণকে শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে মর্মে এ ধরনের রহস্যময় খাদ্যপণ্য গ্রহণ করা থেকে বিরত থাকতে বলেছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন