শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ব্যক্তিগত সফরে সিলেট আসছেন শেখ রেহানা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ৩:৫৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এক ব্যক্তিগত সফরে সিলেট আসছেন।

প্রশাসনিক সূত্র মতে, গতকাল রোববার সন্ধ্যায় ট্রেনযোগে হবিগঞ্জে এসে পৌঁছেছেন শেখ রেহানা। ‘দ্য প্যালেস’ হোটেলে রাত্রিযাপন করেছেন তিনি। হবিগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখবেন তিনি। এরপর ঘুরে দেখবেন মৌলভীবাজারের বাইক্কা বিল। সেখান থেকে সিলেটের পথে যাত্রা করবেন শেখ রেহানা।
সেখানে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন তিনি। এ ছাড়া জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলাস্থ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখবেন তিনি। তবে শেখ রেহানার সিলেট সফরের সময়সূচি বা সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে নারাজ সংশ্লিষ্টরা। নিরাপত্তাজনিত কারণে সময়সূচি সম্পর্কে মুখ খুলছে না আইনশৃঙ্খলা বাহিনীও। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ব্যক্তিগত সফরেই আসছেন সিলেটে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন